শরণার্থী নিয়ে ইউরোপকে ব্ল্যাকমেইল করছে এরদোয়ান : আসাদ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে অভিযুক্ত করেছেন। তাঁদের সীমান্ত খুলে দিয়ে শরণার্থীদের পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার মাধ্যমে ইউরোপকে ব্ল্যাকমেইল করায় আসাদ এরদোয়ানকে দায়ী করেন, খবর এএফপি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত রাশিয়ার টোয়েন্টিফোর চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে আসাদ বলেন, ইউরোপকে ব্ল্যাকমেইল করার অংশ হিসেবে তুরস্ক দ্বিতীয় শরণার্থীর ঢল পাঠানো শুরু করেছে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ গ্রিসের সঙ্গে তুর্কি সীমান্তে হাজার হাজার শরণার্থী জড়ো হওয়ায় ইইউর কয়েকটি দেশ এবং এ ব্লকের অভিবাসন কমিশনারও সিরিয়ায় তুরস্কের অভিযানের ব্যাপারে সমর্থন পেতে ব্রাসেলসের সঙ্গে আলোচনার দরকষাকষির অংশ হিসেবে শরণার্থীদের ব্যবহার করায় তুরস্ককে অভিযুক্ত করে।
এদিকে, দামেস্কের তিন মাসের সামরিক অভিযানে সিরিয়ার বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটির অবস্থান সংকীর্ণ হয়ে পড়েছে। এ অভিযানে প্রায় ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। রাশিয়ার বিমানবাহিনীর সহযোগিতায় সেখানে সিরিয়া এ সামরিক অভিযান।
মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও এরদোয়ানের মধ্যে মস্কোতে আলোচনার সময় আসাদের এই সাক্ষাৎকার সম্প্রচার করা হয়।
ইদলিবে গত মাসে সিরিয়ার সরকারি বাহিনীর অভিযানে ৩৪ তুর্কি সৈন্য নিহত হয়। ২০১৬ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক হস্তক্ষেপের পর থেকে এটি ছিল আঙ্কারার সবচেয়ে বড় ক্ষতি।