শান্তি আলোচনা ‘বাস্তবসম্মত পথে’ এগোচ্ছে : জেলেনস্কি
ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদলের মধ্যে চলমান শান্তি আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে দুই পক্ষের আলোচনার পর এক ভিডিও বার্তায় তিনি বলেন, আলোচনা বাস্তবসম্মত পথে আছে। খবর বিবিসি ও রয়টার্সের।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রুশ বাহিনী। এরপর দুই পক্ষের মধ্যে বেশ কয়েক দফায় আলোচনা হলেও তেমন একটা অগ্রগতি দেখা যায়নি। সর্বশেষ গতকাল মঙ্গলবার অনলাইনে আবারও দুই পক্ষের আলোচনা হয়।
এরপর মঙ্গলবার দিবাগত রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ‘বৈঠক চলবে। আমাকে জানানো হয়েছে আলোচনা আগের চেয়ে বেশি বাস্তবসম্মত অবস্থায় এগোচ্ছে। তবে আলোচনায় ইউক্রেনের স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে আরও সময় লাগবে।’
ইউক্রেনের কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, ধারণাকৃত সময়ের আগেই যুদ্ধ শেষ হতে পারে। তাঁরা মনে করেন মে মাস পর্যন্ত যুদ্ধ গড়াতে পারে। কারণ, ওই সময়ের মধ্যে রাশিয়ার রসদ কমে যাবে। যুদ্ধে নতুন সেনা যুক্ত করতে পারবে না দেশটি।
সম্প্রতি সম্ভাব্য সমঝোতার ইঙ্গিত দিয়ে জেলেনস্কি বলেছিলেন, ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছা ইউক্রেনের আর নেই।