শুধু ইউক্রেন নয়, পুরো ইউরোপ রাশিয়ার নিশানায় : জেলেনস্কি
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘রাশিয়ার আগ্রাসন কখনোই ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো ইউরোপই তাদের নিশানায় রয়েছে।’
নিয়মিত বার্তায় স্থানীয় সময় শনিবার রাতে এ কথা বলেন জেলেনস্কি। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জেলেনস্কি রাশিয়ার জ্বালানি পণ্যের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে আরও অস্ত্র সরবরাহ করার জন্য পশ্চিমা রাষ্ট্রগুলোকে আহ্বান জানিয়েছেন।
জেলেনস্কি উল্লেখ করেন, রাশিয়ার আগ্রাসন একটি বিপর্যয়। এবং এর পরিণাম সবাইকে ভুগতে হবে।
জেলেনস্কি আরও বলেন, ‘কঠিন লড়াইয়ের জন্য ইউক্রেন তৈরি রয়েছে। কারণ, রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।’
একটি কঠিন লড়াই হবে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা যুদ্ধে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আমরা একই সঙ্গে যুদ্ধ করতে এবং যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক পন্থা খুঁজতে প্রস্তুত।’