শুধু একটু মানসিক প্রশান্তির জন্য ৫৩টি বিয়ে!
ব্যক্তিগত সুখের জন্য নয়, বরং শুধু একটু মনের প্রশান্তির জন্য একে একে ৫৩টি বিয়ে করার কথা জানিয়েছেন এক সৌদি নাগরিক। এ বিয়েকে ‘শতাব্দির বহুবিবাহ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
৬৩ বছর বয়সি সৌদির ওই নাগরিক দেশটির মালিকানাধীন এমবিএস টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সর্বশেষ এক নারীকে বিয়ের কথা জানান। তিনি আরও বলেন, এখন তাঁর আর কোনো বিয়ে করার ইচ্ছা নেই।
তিনি বলেন, ‘যখন আমি প্রথম বিয়ে করি তখন আমার বহু বিবাহ করার কোনো ইচ্ছা ছিল না। কারণ প্রথম বিয়ে করে আমি সুখেই ছিলাম এবং আমার সন্তানও হয়েছিল। কিন্তু পরবর্তীতে সমস্যা দেখা দেওয়ার কারণে আমাকে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নিতে হয়। তখন আমার বয়স ছিল ২৩ বছর। দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত আমার স্ত্রীকে জানাই।’
আবু আব্দুল্লাহ নামের ওই ব্যক্তি বলেন, প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর মধ্যে ঝামেলা বাধলে আমি তৃতীয় এবং চতুর্থ বিয়ে করার সিদ্ধান্ত গ্রহণ করি। পরবর্তীতে ১ম, ২য় এবং ৩য় স্ত্রীকে তালাক দেই। জীবনে এমন একজন নারীকে খুঁজেছেন যিনি তাঁকে শান্তিতে রাখতে পারেন। তবে তিনি যাদেরকে বিয়ে করেছেন তাঁদের তিনি ন্যায্য অধিকার দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি দীর্ঘ সময় নিয়ে ৫৩ জন নারীকে বিয়ে করেছি। প্রথম বিয়েটি ছিল যখন আমার বয়স ২০ এবং স্ত্রী আমার থেকে ছয় বছরের বড় ছিল।’
‘আমার বেশিরভাগ বিয়ে হয়েছে সৌদি নারীদের সঙ্গে।’ আবু আবদুল্লাহ আরও জানান, বিদেশে ব্যবসায়িক সফরে তিনি বিদেশি নারীদেরও বিয়ে করেছিলেন। ‘আমি তিন থেকে চার মাস থাকতাম। তাই আমি নিজেকে পাপ থেকে বাঁচাতে বিয়ে করেছি,’ বলেন তিনি।