শ্রীলঙ্কায় আগাম নির্বাচনের ঘোষণা দিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের পদত্যাগের দুই দিন পর গতকাল শুক্রবার এ ঘোষণা দেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর দেশটির পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিতে ‘প্রথম সুযোগেই’ আগাম নির্বাচন আয়োজনের পথে হাঁটছেন গোতাবায়া রাজাপাকসে।
শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের আগস্টে। আইন অনুযায়ী আগামী মার্চে আইনসভা ভেঙে দিয়ে নির্বাচনে যেতে পারবেন প্রেসিডেন্ট।
গত ১৬ নভেম্বর শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট নির্বাচনে ৫২ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন গোতাবায়া রাজপাকসে। গত বুধবার প্রেসিডেন্ট নির্বাচনে নিজ দলের প্রার্থী হেরে যাওয়ার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রনিল বিক্রমাসিংহে। এর পর এই পদে নিজের বড় ভাই ও সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের নাম ঘোষণা করেন গোতাবায়া।
১০ বছর আগে এই রাজাপাকসে ভাতৃদ্বয়ই বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগার বিদ্রোহীদের কঠোর হস্তে দমন করেছিলেন। এবার দুই ভাই মিলে ক্ষমতার দখলটা পোক্ত করলেন। শ্রীলঙ্কায় গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য সাবেক হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহের দলের ভরাডুবি হয়।
শ্রীলঙ্কায় দীর্ঘ ২৬ বছরের গৃহযুদ্ধের অবসানে তামিল টাইগার যোদ্ধাদের নিশ্চিহ্ন করেছিলেন রাজাপাকসে ভাতৃদ্বয়। তাঁদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী দিয়ে তামিল টাইগার দমনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে।