শ্রীলঙ্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে বাস, নিহত ১৪
শ্রীলঙ্কায় যাত্রীবাহী একটি বাস পাহাড় থেকে গিরিখাদে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও ৩০ জন।
সংবাদমাধ্যম দ্য স্ট্রেইট টাইমস জানায়, শনিবার দেশটির রাজধানী কলম্বো থেকে ২৪০ কিলোমিটার দূরে পাসারা শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বাসটি কলম্বো থেকে প্রায় ২৪০ কিলোমিটার (১৫০ মাইল) দূরের পাসারা শহরের কাছে একটি গিরিখাদে পড়ে যায়। পুলিশের মুখপাত্র অজিথ রোহানা প্রাথমিক তদন্তে চালকের গাফিলতির বিষয়টি খতিয়ে দেখিয়েছেন। চালকও মৃতদের মধ্যে একজন।
স্থানীয় গণমাধ্যম বলছে, বাসটিতে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। শনিবার সকালে বাসটি মোনেরাগালা-বাদুল্লা সড়ক থেকে গভীর গিরিখাদে পড়ে যায়।