সঙ্কটের মধ্যেই শ্রীলঙ্কায় শপথ নিলেন নতুন ৩৭ প্রতিমন্ত্রী
মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের মধ্যেই শ্রীলঙ্কায় নতুন করে শপথ নিলেন ৩৭ প্রতিমন্ত্রী। এদের মধ্যে দুজন গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন। এ পদক্ষেপের ফলে অর্থনৈতিক সংকটে টালমাটাল দক্ষিণ এশিয়ার দ্বীপ দেশটির সরকারে বড় ধরনের সম্প্রসারণ ঘটল।
আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, নতুন মন্ত্রীরা প্রেসিডেন্ট দপ্তরে প্রেসিডেন্টের কাছে শপথ নেন।
দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের কাছে রয়েছে। তবে ওই মন্ত্রণালয়ে রণজিৎ সিয়ামবালাপিতিয়া এবং শিহান সেমাসিংহে কে নতুন প্রতিমন্ত্রী হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এবারই সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। করোনা মহামারি, জাতীয় অর্থনীতি পরিচালনায় সরকারের অদক্ষতাসহ নানা কারণে দেশটিতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়।
উল্লেখ্য, জুলাইয়ে ব্যাপক গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। পরে পদত্যাগ করেন তিনি। এরপর দেশটির প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে।