সন্তানসম্ভবা হওয়া সত্ত্বেও আগুন নেভানোর কাজে থাকবেন এই তরুণী
তেইশ বছর বয়সী অস্ট্রেলিয়ার ফায়ার সার্ভিসের এক স্বেচ্ছাসেবী তরুণীর সিদ্ধান্তে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সন্তানসম্ভবা হওয়া সত্ত্বেও আগুন নেভানোর লড়াইয়ে নিজেকে নিয়োজিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাট রবিনসন-উইলিয়ামস। ১১ বছর ধরে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অঙ্গরাজ্যের রুরাল ফায়ার সার্ভিসে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে আসছেন তিনি।
অনাগত সন্তানের কথা ভেবে ঝুঁকিপূর্ণ এই কাজ থেকে বিরত থাকা উচিত বলে বন্ধুরা অভিমত দিলেও এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছেন ওই তরুণী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এই বিপদের দিনে ‘ঘরে বসে থাকতে পারবেন না’ বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্যাট রবিনসন-উইলিয়ামস। বিবিসিকে ক্যাট বলেন, ‘আগুন নেভানোর কাজে আমি প্রথম কোনো গর্ভবতী নারী নই এবং আমি শেষ নারীও হতে যাচ্ছি না। কাজে সহযোগিতা করার মতো আমার (শারীরিক) অবস্থা এখনো আছে বলেই আমি তা করে যাব।’
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ক্যাট রবিনসন-উইলিয়ামস লেখেন, ‘হ্যাঁ, আমি আগুন নেভানোর কাজ করি। আমি পুরুষ নই। আর হ্যাঁ, আমি গর্ভবতী। তবে আপনার এটা পছন্দ হলো কী হলো না, তাতে আমার কিছু যায় আসে না।’
সম্প্রতি অস্ট্রেলিয়া ভয়াবহ দাবানল মোকাবিলা করছে। এতে এ পর্যন্ত তিনজনের প্রাণহানি ও দুই শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এনএসডব্লিউ অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে।