সন্ত্রাসী হামলায় সিরিয়ার ৪০ সেনা নিহত
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় অন্তত ৪০ সেনা নিহত হয়েছেন। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
আজ বৃহস্পতিবার সকালের দিকে বহুসংখ্যক সন্ত্রাসী দলবদ্ধভাবে সিরিয় সেনাবাহিনীর ওপর ভয়াবহ হামলা চালায়। জাবহাত ফতেহ শাম বা সাবেক আন-নুসরা ফ্রন্ট বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে সিরিয় সেনাদের উপর এই হামলা চালায়।
সিরিয়ার বার্তা সংস্থা সানা জানিয়েছে, এরইমধ্যে ওই অঞ্চলে সামরিক শক্তি বাড়ানো হয়েছে ও সন্ত্রাসীরা যাতে সামনে এগুতে না পারে তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল সিরিয়ার সেনারা ইদলিব প্রদেশের বেশ কয়েকটি অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালায় ও এতে বহু সন্ত্রাসী নিহত ও তাদের অস্ত্রশস্ত্র ধ্বংস হয়।
গত ৫ আগস্ট সিরিয়ার সামরিক বাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছিল। সিরিয়ায় তত্পর বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের সর্বশেষ ঘাঁটি হচ্ছে ইদলিব।