সরকারকে দায়ী করে নিজের গায়ে আগুন দিল বিশ্ববিদ্যালয় ছাত্র!
বেশ কয়েকদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিলেন তিনি। সেই কারণে বেঁচে থাকার আগ্রহটাই হারিয়ে ফেলেছিলেন। তাই নিয়ে নিলেন আত্মঘাতী এক সিদ্ধান্ত।
আর্থিক দৈন্যদশা সইতে না পেরে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন এক বিশ্ববিদ্যালয় ছাত্র। ঘটনাটি ঘটেছে ফ্রান্সের লিওন শহরে।
রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, নিজের শরীরে আগুন দেওয়ার আগে ওই ছাত্র ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
প্রতিবেদনে বলা হয়, ২২ বছর বয়সী ওই ছাত্রের শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে। তাঁর জীবন সংকটাপন্ন। তবে প্রতিবেদনে ওই ছাত্রের নাম উল্লেখ করা হয়নি।
ওই বিশ্ববিদ্যালয় ছাত্র গায়ে আগুন লাগানোর আগে জিজ দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনা করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।
ফেসবুক স্ট্যাটাসে ওই ছাত্র লেখেন, ‘ফ্রান্সে বর্তমানে বেঁচে থাকার জন্য প্রতি মাসে ৪৫০ ইউরো প্রয়োজন। যা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার মৃত্যুর দায় সরকার ও ইইউর। তাদের কিছু ভুল পদক্ষেপের কারণেই আমাদের ভবিষ্যৎ অনিশ্চত হয়ে পড়েছে।’