সরকার মারিউপোল রক্ষায় ব্যর্থ : ইউক্রেনের সেনা কর্মকর্তা
ইউক্রেনের ন্যাশনাল গার্ডের দুর্ধর্ষ ইউনিট আজভ রেজিমেন্ট জানিয়েছে, মারিউপোলের স্টিল প্ল্যান্টে লড়াই চালিয়ে যাবেন তারা। আজ রোববার মারিউপোলের স্টিল প্ল্যান্টে বাঙ্কারের ভেতর থেকে নজিরবিহীন এক অনলাইন সংবাদ সম্মেলনে আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন স্ভিয়াতোস্লাভ ক্যালিনা পালামার ও লেফটেন্যান্ট ইল্লিয়া স্যামোইলেঙ্কো এমন অবস্থান ব্যক্ত করেন। বিবিসির প্রতিবেদনে রোববার এ তথ্য জানানো হয়।
ইউক্রেন সরকারের সমালোচনা করে ইল্লিয়া স্যামোইলেঙ্কো বলেন, ‘সরকার ২৫ হাজার মানুষকে রাশিয়ার সেনাদের হাতে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কেউ ভাবেনি আমরা এতটা সময় টিকে থাকব। আমাদের সরকার মারিউপোল রক্ষায় ব্যর্থ হয়েছে। গত আট বছর ধরেই সরকার এটি আমাদের হাতে ছেড়ে দিয়ে রেখেছে।’
লেফটেন্যান্ট ইল্লিয়া স্যামোইলেঙ্কো বলেন, ‘আত্মসমর্পণ কোনো পথ নয়। কারণ রাশিয়ার আমাদের জীবনের প্রতি কোনো আগ্রহ নেই। আমাদের আত্মসমর্পণ অগ্রহণযোগ্য। আমরা এত বড় উপহার শত্রুর হাতে তুলে দিতে পারি না। ধরা পড়া মানেই মৃত্যু।’
প্রায় দুই ঘণ্টার বক্তৃতায় ইউক্রেনের এই সেনা কর্মকর্তা বলেন, ‘আমরা আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছি। যে শত্রুরা ইউক্রেনে সন্ত্রাস ডেকে এনেছে, তাদের বিরুদ্ধে লড়ছি আমরা।’
মারিউপোলের স্টিল প্ল্যান্টে অবস্থানরত আজভ রেজিমেন্টের ডেপুটি কমান্ডার ক্যাপ্টেন স্ভিয়াতোস্লাভ ক্যালিনা পালামার বলেন, ‘রাশিয়ার সামরিক বাহিনী এই এলাকায় গোলাবর্ষণ চালু রেখেছে। স্টিল প্ল্যান্টও উড়িয়ে দিতে চায় তারা।’
মারিউপোলের স্টিল প্ল্যান্ট থেকে বেসামরিক সব লোকজনকে নিরাপদে সরিয়ে আনা হয়েছে। রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এমন খবর বের হলেও ইউক্রেনীয় বাহিনীর আজভ রেজিমেন্ট এমন তথ্য নিশ্চিত করে বলতে পারেনি।