সস্তায় কোভিড-১৯ নির্ণয়ের আশা জাগিয়েছে অস্ট্রেলীয় প্রযুক্তি
অস্ট্রেলিয়ার গবেষকেরা বলেছেন, তাঁরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছেন, যা গুরুত্বপূর্ণ জেনেটিক উপাদানগুলো বিশ্লেষণ করার মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে সঠিকভাবে কোভিড-১৯ নির্ণয় করতে পারে।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিমি বোটেলা এবং ডা. মাইকেল ম্যাসন উদ্ভাবিত ডিপস্টিক প্রযুক্তিটি রোগীর নমুনা থেকে ডিএনএ ও আরএনএ নিউক্লিক অ্যাসিড পরিশোধন করতে সক্ষম হয়েছে। এটি বড় ল্যাব নির্মাণের প্রয়োজনীয়তা ছাড়াই কোভিড-১৯ শনাক্তের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংবাদ সংস্থা সিনহুয়া ও ইউএনবি এ খবর জানিয়েছে।
অস্ট্রেলিয়ার এ প্রযুক্তিতে একটি ছোট আকারের বহনযোগ্য যন্ত্র এবং স্বল্প দামের ‘ডিপস্টিক’ ব্যবহার করা হয়েছে।
অধ্যাপক জিমি বলেন, ‘বর্তমানে কোভিড-১৯ শনাক্তে বড় এবং ব্যয়বহুল বাণিজ্যিক সেটআপ ব্যবহার করা হচ্ছে। যাতে বহু ধাপের কার্যপ্রণালি এবং বিশেষ পরীক্ষাগারের সরঞ্জাম প্রয়োজন হচ্ছে।’
‘এর বিপরীতে আমাদের ডিপস্টিক প্রযুক্তিটি অবিশ্বাস্যভাবে সস্তা এবং বিশেষ সরঞ্জাম বা পরীক্ষাগার ছাড়াই কার্যত যেকোনো জায়গায় তা ব্যবহার করা যেতে পারে,’ যোগ করেন অধ্যাপক জিমি।