সাংবাদিককে ঘুষি মারার হুমকি দিয়ে বিতর্কে ব্রাজিলের প্রেসিডেন্ট
ফের বিতর্কে জড়ালেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার এক সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দেন তিনি।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, রোববার রাজধানী ব্রাসিলিয়ার মেট্রোপলিটন ক্যাথেড্রাল (গির্জা) পরিদর্শনের সময় এ ঘটনা ঘটে। ক্যাথেড্রাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে এক সাংবাদিক দুর্নীতিতে বলসোনারের স্ত্রীর জড়িত থাকার অভিযোগ নিয়ে তাঁকে প্রশ্ন করেন। এতে মেজাজ হারিয়ে ক্যামেরার সামনেই ওই সাংবাদিকের মুখে ঘুষি মারার হুমকি দেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
জানা যায়, ওই সাংবাদিক হচ্ছেন দেশটির ‘ও গ্লোবো’ নামের একটি পত্রিকার প্রতিবেদক।
স্ত্রীর বিরুদ্ধ দুর্নীতির অভিযোগ নিয়ে বলসোনারোর কাছে প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন ওই প্রতিবেদক।
তখনই রেগে গিয়ে বোলসোনারো বলেন, তোমার মুখে ঘুষি মারতে ইচ্ছে করছে।
ভিডিওতে দেখা গেছে, ‘ও গ্লোবো’র প্রতিবেদককে এ হুমকি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট।
পত্রিকাটি এক বিবৃতিতে জানায়, আমাদের প্রতিবেদক সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন আর তাঁর বিরুদ্ধে আগ্রাসী মনোভাব দেখালেন প্রেসিডেন্ট।
এ ঘটনা নিয়ে বলসোনারোর কার্যালয়ে যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো কিছু মন্তব্য করতে অস্বীকৃতি জানান তার মুখপাত্র।