সিঙ্গাপুরে আরেক বাংলাদেশি নাগরিক করোনায় আক্রান্ত
সিঙ্গাপুরে নতুন করে দুজন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হলেন দুই বাংলাদেশি।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমসের অনলাইন প্রতিবেদন জানায়, গতকাল মঙ্গলবার নতুন করে দুজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৩৯ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। ওই ব্যক্তি সেলেটার অ্যারোস্পেস হাইটস নামে একটি এলাকায় কাজ করতেন। এ নিয়ে সিঙ্গাপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে। গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।
এর আগে গত রোববার (৯ ফেব্রুয়ারি) একজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর দিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ওই বাংলাদেশির বয়সও ছিল ৩৯ বছর।
স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল, ৩৯ বছর বয়সী ওই বাংলাদেশি নাগরিক সম্প্রতি চীন সফর করেননি। সিঙ্গাপুরে থাকা অবস্থাতেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত দুই বাংলাদেশিকেই ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশাস ডিজিসেস (এনসিআইড)-এর একটি কক্ষে আলাদা করে রাখা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রাণঘাতী করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।