সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি পাচ্ছেন ১০ হাজার ডলার
মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসের প্রভাবে প্রতিদিন বিশ্বব্যাপী শতাধিক লোকের প্রাণহানি ঘটছে। ভাইরাসটির শনাক্তস্থল চীনের সীমানা পেরিয়ে এর প্রাদুর্ভাব অন্তত ২৪টি রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে।
গোটা বিশ্ব যখন এ ভাইরাস নিয়ে উদ্বিগ্ন, ঠিক তখনই সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এক বাংলাদেশির পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দশ হাজার ডলার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
দেশটির বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট ওয়ার্কার্স সেন্টারের (এমডব্লিউসি) পক্ষ থেকে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারের মাধ্যমে দ্রুত এই আর্থিক সহায়তা পাঠানো হবে বলে জানানো হয়েছে।
সিঙ্গাপুরের দ্য স্ট্রেইটস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, অভিবাসী শ্রমিকদের সুরক্ষায় কাজ করা এমডব্লিউসির উদ্যোগে ৩৯ বছর বয়সী ওই শ্রমিককে এই আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
এবার তার নিয়োগদাতা প্রতিষ্ঠান ওয়াই-কে ইনোভেশন্স ও লিও ডরমেটরি পরিচালনাকারী মিনি এনভায়রনমেন্ট সার্ভিসেস সহায়তাটি প্রদান করছে।
গত ৮ ফেব্রুয়ারি শরীরে মরণঘাতী করোনাভাইরাসের অস্তিত্ব দেখা দেওয়ায় ওই বাংলাদেশি শ্রমিককে কাকি বুকিতের লিও ডরমেটরিতে রেখে চিকিৎসা দেওয়া হয়। সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত ৪২তম ব্যক্তি ওই শ্রমিক।
আজ সোমবার এক ফেইসবুক পোস্টে এমডব্লিউসি জানিয়েছে, তিনি যেহেতু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তাই তাঁর পরিবার এখন একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে।