সিনহুয়ার হংকং কার্যালয় ভাঙচুর, দুই শতাধিক গ্রেপ্তার
হংকংয়ে গতকাল শনিবার বেআইনি সমাবেশ ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে রোববার দুই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেপ্তার ও ১৮৮টি পেট্রলবোমাসহ আক্রমণাত্মক অস্ত্র জব্দ করার কথা জানিয়েছে হংকং পুলিশ।
পুলিশের বরাত দিয়ে চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানায়, রোববার সকাল পর্যন্ত বেআইনি সমাবেশ, আক্রমণাত্মক অস্ত্রের ব্যবহার, অপরাধমূলক ক্ষয়ক্ষতি ও মুখোশ পরার অপরাধে ২০০ জনের অধিক লোককে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মারণাস্ত্র রাখার অভিযোগে শনিবার চারজন পুরুষ ও এক নারীকেও গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, শনিবার হংকংয়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে প্রথমবারের মতো বিক্ষোভকারীরা চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়ার হংকং কার্যালয়ে হামলা চালিয়ে দরজা-জানালা ভেঙে দিয়েছেন।
এ সময় বিক্ষোভকারীরা ওই এলাকায় পুলিশের ওপর পেট্রলবোমা মারলে পুলিশ তাদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও জলকামান নিক্ষেপ করে।