সিরিয়ার তেলসমৃদ্ধ এলাকায় ৭৫ ট্রাকভর্তি সেনা ও সরঞ্জাম পাঠাল যুক্তরাষ্ট্র
সিরিয়ার তেলসমৃদ্ধ কয়েকটি দখল করা এলাকায় অন্তত ৭৫টি ট্রাকে করে সেনা, অস্ত্রশস্ত্র ও সরঞ্জামের বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার পূর্বাঞ্চলীয় প্রদেশ দিয়ার আজ-জোর এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ হাসাখার কয়েকটি এলাকার তেলক্ষেত্রগুলো দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। কুর্দি অধ্যুষিত উত্তরাঞ্চলীয় নগরী কামিশিল থেকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা এসএএনএ।
সিমালকা সীমান্ত পথ অতিক্রম করে সিরিয়ার দিয়ার আজ-জোর ও হাসাখার প্রদেশে অবস্থানরত মার্কিন ঘাঁটিতে ৭৫ ট্রাকের বহর গেছে বলে জানায় এসএএনএ। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের দাবি, জঙ্গিগোষ্ঠী কথিত ইসলামিক স্টেটের হামলা থেকে তেলক্ষেত্র ও স্থাপনা রক্ষায় এ বহর পাঠানো হয়েছে।