সুদানে সামরিক অভ্যুত্থানচেষ্টা
সুদানে সামরিক অভ্যুত্থানচেষ্টার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে সেনা কর্মকর্তারা দেশটির রাজধানী খার্তুমে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবন দখলের চেষ্টা চালায়। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এমনটি জানায়।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন সুদানের সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল-ফাকি। নাম প্রকাশে অনিচ্ছুক অপর একজন সেনা কর্মকর্তা বলেছেন, উচ্চপদস্থ বেশ কয়েকজন সেনা কর্মকর্তাকে এরই মধ্যে আটক করা হয়েছে।
সামরিক বাহিনীর সূত্রের বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, মেজর জেনালের আবদেল-বাকি বাকরাওয়ি’র নেতৃত্বে সেনা কর্মকর্তারা সামরিক বাহিনীর একটি বিভাগের নিয়ন্ত্রণ নিয়েছেন।
আল-আরাবিয়ার তথ্য মতে জানায়, সেনাবাহিনীর চিকিৎসা বিভাগ থেকে কয়েকটি ট্যাংক সুদানি পার্লামেন্ট ভবনের নিকটবর্তী ওমদুরমান সেতু অভিমুখে রওনা দিয়ে সড়ক অবরোধ করে রাখে।