সেই সিরীয় শিশুর নাম রাখা হয়েছে ‘আয়া’
ভূমিকম্পে বেঁচে যাওয়া সেই সিরীয় শিশুটির নাম রাখা হয়েছে ‘আয়া’। আরবিতে আয়া শব্দের অর্থ অলৌকিক। শিশুটিকে অলৌকিক বলা হচ্ছে-কারণ, ধ্বংসস্তূপ থেকে যখন তাকে উদ্ধার করা হয়েছিল তখন মায়ের শরীরের সঙ্গে শিশুটির নাড়ি জোড়া লাগানো অবস্থায়ই ছিল।
শিশুটির মা ধ্বংসস্তূপের ভেতরেই শিশুটির জন্ম দেন। বাবা, মা এবং বাকি চার ভাই-বোন মারা গেলেও শিশুটি বেঁচে আছে। খবর দ্য গার্ডিয়ানের।
আয়াকে উদ্ধার করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তাকে দত্তক নিতে হাজার হাজার মানুষ আবেদন করছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শিশুকন্যাটিকে উদ্ধার করে হাসপাতালে রেখেছেন উদ্ধারকারীরা। হাসপাতালের তরফ থেকে জানানো হয়, সারা দুনিয়া থেকে প্রচুর মানুষ আবেদন করছে শিশুটিকে দত্তক নেওয়ার জন্য।
তবে হাসপাতাল কর্তৃপক্ষ এখনই দত্তক দেওয়ার পরিকল্পনা করছে না। তারা অপেক্ষা করছে, যদি তার কোনো আত্মীয় খবর পেয়ে আসে।
হাসপাতালের ম্যানেজার খালিদ আত্তিয়া জানিয়েছেন, চার মাসের একটি মেয়ে আছে তার। নিজের সন্তানের মতো করেই আয়ার যত্ন নিচ্ছেন তিনি। তার স্ত্রী এই শিশুটিকে বুকের দুধ পান করাচ্ছেন নিজের মেয়ের পাশাপাশি।