সেনেগাল উপকূলে নৌকাডুবিতে ১৪০ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু
সেনেগাল উপকূলে ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এটিকে এ বছরের সবচেয়ে শোকাতুর নৌকাডুবির ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
সিএনএন এক প্রতিবেদনে জানায়, গত সপ্তাহে সেনেগাল উপকূলে প্রায় ২০০ অভিবাসন প্রত্যাশী বহনকারী নৌকাটি ডুবে যায় এ হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে সেনেগাল কর্তৃপক্ষ এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু এবং ৬০ জনের উদ্ধারের খবর দিয়েছিল।
এখন পর্যন্ত ৬০ জনকে উদ্ধার করার অর্থ বাকি ১৪০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেন আইওএম’র সেনেগালের মুখপাত্র অ্যাইসাতু সেই। বিষয়টির ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘স্থানীয় জনগণ আমাদের বলেছে যে, নৌকাটিতে প্রায় ২০০ যাত্রী ছিল, যার মানে অন্তত ১৪০ জনের মৃত্যু হয়েছে।’
এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আইওএম। গত সপ্তাহে মধ্য ভূমধ্যসাগরে এবং ইংলিশ চ্যানেল চারটি নৌকাডুবির পর সেনেগালের উপকূলে ভয়াবহ ঘটনাটি ঘটল।