সেভেরোদোনেৎস্কে আটকে পড়েছে হাজার হাজার বেসামরিক মানুষ
ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সেভেরোদোনেৎস্ক শহরে হাজার হাজার বেসামরিক মানুষ আটকে পড়েছে। একই সঙ্গে তাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ফুরিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়, ওই শহরে আটকে পড়াদের অনেকেই আশ্রয় নিয়েছেন আজত রাসায়নিক কারখানার বাঙ্কারে। শহরটি থেকে বের হওয়ার সর্বশেষ সেতুটি রুশ সেনারা ধ্বংস করে ফেলার পর সেখানে এখনও ১২ হাজারের মতো বাসিন্দা রয়ে গেছে।
এ শহরটি দখলে নেওয়ার জন্য বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। যদিও এখন তাদের হাতেই রয়েছে শহরটির বেশির ভাগ অঞ্চলের নিয়ন্ত্রণ।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় বিষয়ক কার্যালয়ের মুখপাত্র সেভিয়ানো আবেরু বলেন, ‘সেখানে পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। এটি আমাদের জন্য খুবই উদ্বেগের বিষয়। কেননা, মানুষ পানি ছাড়া বেশিদিন বাঁচতে পারবে না। শহরটিতে খাদ্য ও স্বাস্থ্য সরঞ্জামও শেষের পথে।’
যারা ওই শহরে আটকে পড়েছেন তাদের কাছে সাহয়তা পৌঁছানোর আশা করছে জাতিসংঘ। তবে, লাগাতার লড়াইয়ের কারণে সেটি সম্ভব হচ্ছে না।
বুধবার রাশিয়া আজত রাসায়নিক কারখানায় আটকে পড়া বেসামরিক মানুষদের জন্য মানবিক করিডোর খোলার প্রতিশ্রুতি দিলেও এখন পর্যন্ত তার বাস্তবায়ন দেখা যায়নি।
সেভেরোদোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো লুহানস্ক শহর চলে যাবে মস্কোর হাতে। যদিও আগে থেকেই ওই অঞ্চলের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করত রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।