সেলফি তুলতে গিয়ে তরুণীর মুখে ৪০টি সেলাই!
তরুণ সমাজের কাছে সেলফি তোলার প্রবণতা অন্য সবার চেয়ে বেশি। নিজেদের বিভিন্ন মুহূর্ত ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে স্মৃতি হিসেবে জমা রাখতে তাঁরা প্রায়ই সেলফি তোলেন। অনেকে আবার কোনো কারণ ছাড়াই সেলফি তোলেন।
তবে এবার সেলফি তুলতে গিয়ে নিজের বিপদ ডেকে আনলেন ১৭ বছর বয়সী লরা স্যানসোন নামের এক আর্জেন্টাইন তরুণী।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে জানিয়েছে, কুকুরের সঙ্গে খেলার ফাঁকে সেলফি তুলতে গিয়েছিলেন লরা। কিন্তু লরার সর্বনাশ করেছে ওই কুকুর। এক কামড়ে রক্তবন্যা বইয়ে দিয়েছে লরার সুন্দর মুখে।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গত ১৪ জানুয়ারি আর্জেন্টিনার টুকুমান এলাকায়।
প্রতিবেদনে বলা হয়, সেলফি তুলতে গেলে কুকুরটি কামড় বসায় লরার মুখে। এতে মারাত্মক জখম হয় তাঁর মুখে। রক্তবন্যায় ভিজে যায় চারপাশ। পরে আহত লরাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে ৪০টি সেলাই দিতে হয় তাঁর মুখে।
এরইমধ্যে লরা স্যানসোনের ক্ষতবিক্ষত চেহারা আর কুকুরের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে।