সোমালিয়ায় গণমাধ্যমে আল-সাবাব প্রপাগান্ডা প্রচারে নিষেধাজ্ঞা
সোমালিয়া সরকার সশস্ত্র গোষ্ঠী আল-সাবাবেব পক্ষে প্রচারণা করে এমন গণমাধ্যম বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। একইসঙ্গে অপরাধীদের শাস্তি পেতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
স্থানীয় মিলিশিয়া ও আন্তর্জাতিক মিত্রদের সমর্থিত সশস্ত্র বাহিনী আল-কায়েদার সঙ্গে সংযুক্ত গ্রুপের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে।
তথ্য, সংস্কৃতি ও পর্যটন উপমন্ত্রী আবদিরহমান ইউসুফ শনিবার বলেছেন, ‘আমি সোমালি মিডিয়া এবং সাধারণভাবে সমস্ত সোমালি জনগণকে জানাতে চাই যে আমরা আল-সাবাব সম্পর্কিত সমস্ত প্রচার-প্রচারণাকে ওই সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং তাদের মতাদর্শসহ শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করব।’
ইউসুফ বলেন, ‘সোমালি সরকার ওই সন্ত্রাসপন্থি পরিকল্পনা ও কর্মকাণ্ডের প্রচারপ্রচারণা সম্পূর্ণ বন্ধ ঘোষণা করছে।’
ইউসুফ আরও বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সন্ত্রাসীদের অ্যাকাউন্ট’ খুজে বের করতে সাইবার অপারেশন চালাচ্ছে সরকার। এ পর্যন্ত ৪০টির বেশি ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।’
অগণিত প্রাণঘাতী হামলার পর সম্প্রতি নির্বাচিত প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ সশস্ত্র গোষ্ঠীকে পরাজিত করার অঙ্গীকার করেছেন। আগস্টে, আল-সাবাব যোদ্ধারা একটি হোটেলে ৩০ ঘণ্টার একটি মারাত্মক অবরোধের মধ্যে বন্দুক ও বোমা হামলা চালায়। সেই হামলায় ২১ জন নিহত হয়।
২০১১ সালে আফ্রিকান ইউনিয়ন বাহিনী সশস্ত্র দলটিকে মোগাদিশু থেকে বিতাড়িত করেছিল। তবে, এটি এখনও গ্রামাঞ্চলের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে। ২০১৭ সালের অক্টোবরে সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা ঘটে। এ বছর তারা মোগাদিশুতে বিস্ফোরক ভর্তি একটি ট্রাক বিস্ফোরণ ঘটায়। এতে ৫১২ জন নিহত হয়।