স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি মারা গেছেন
দক্ষিণ কোরীয় আন্তর্জাতিক ইলেকট্রনিকস কোম্পানি স্যামসাংয়ের চেয়ারম্যান লি কুন-হি মারা গেছেন। আজ রোববার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন তিনি। ২০১৪ সালে হার্ট অ্যাটাকের পর থেকে কোমায় ছিলেন ৭৮ বছর বয়সী এই ব্যবসায়ী।
২০১২ সাল থেকে কোম্পানির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করা চেয়ারম্যান লির ছেলে জে ইয়াং লি বাবার স্থলাভিষিক্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। ছেলে জে ইয়াং লি এর আগে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন-হিকে ঘুষ দেওয়ার দায়ে জেল খাটেন।
স্যামসাংয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘চেয়ারম্যান লি সত্যিকারের দূরদর্শী মানুষ ছিলেন। তিনি স্যামসাংকে স্থানীয় ব্যবসা থেকে বিশ্বসেরা প্রতিষ্ঠানে পরিণত করেন।’