হংকংয়ে ফের বিক্ষোভ শুরু, গ্রেপ্তার ২৩০
করোনার কারণে বিরতির পর হংকংয়ে আবার বিক্ষোভের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ২৩০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে দেশটির পুলিশ।
সংবাদমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো হংকংয়েও সামাজিক দূরত্ব মেনে চলার নিয়ম থাকলেও এই সপ্তাহেই একটি শপিং মলের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দেশটির গণতন্ত্রের পক্ষের এবং বেইজিংয়ের বিপক্ষের মানুষ সমবেত হয়েছে।
রোববার সেখানে ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকলে একপর্যায়ে বিক্ষোভকারীদের হঠাতে পুলিশ এগিয়ে আসে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার পাশাপাশি বিভিন্ন অভিযোগে ১২ থেকে ৬৫ বছর বয়সি মোট ২৩০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগসহ নানা অভিযোগে তাদের গ্রাপ্তার করা হয়েছে।
২০১৯ সালের নভেম্বরে জেলা পরিষদ নির্বাচনে ব্যাপক সাফল্য পায় দেশটির গণতন্ত্রপন্থীরা। সেখানে ৪৫২ জনের মধ্যে ৩৮৮ জন গণতন্ত্রপন্থী প্রার্থী নির্বাচিত হওয়ায় হংকংয়ে বেজিংপন্থী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ আরো জোরদার হবে বলে ধারণা করা হয়েছিল।
তবে করোনা সংকটের কারণে লকডাউন শুরুর পর থেকে হংকংয়ে এত দিন কোনো বিক্ষোভ হয়নি।