হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের গ্রেপ্তার
বিদেশি শক্তির সঙ্গে আঁতাতের অভিযোগে হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাইকে গ্রেপ্তার করা হয়েছে। গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জিমি লাইয়ের মিডিয়া প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের কর্মকর্তা মার্ক সাইমন।
গত বছর হংকংয়ে সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় এতে সমর্থন জানিয়েছিলেন ৭১ বছর বয়সী বিলিয়নেয়ার ব্যবসায়ী জিমি লাই। এ বছরের ফেব্রুয়ারিতেও তাঁকে অবৈধ আঁতাতের অভিযোগে গ্রেপ্তার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।
সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, হংকং পুলিশ আজ সোমবার জাতীয় নিরাপত্তা আইনে সাতজনকে গ্রেপ্তারের কথা জানালেও, তাদের মধ্যে জিমি লাই আছেন কি না, তা বলেনি।
জিমি লাইয়ের প্রতিষ্ঠিত হংকংয়ের বহুল প্রচারিত পত্রিকা অ্যাপল ডেইলি হংকং ও চীনা প্রশাসনের নানান বিষয়ে খবর প্রচার করে বিরাগভাজনে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাতকারে জিমি লাই বলেছিলেন, ‘প্রশাসন আমার দৃঢ়তাকে ঘৃণা করে। তারা মনে করে, আমি সমস্যা সৃষ্টি করছি।’