হংকংয়ের বিশ্ববিদ্যালয়ে রাতভর বিক্ষোভকারী-পুলিশ সংঘর্ষ
হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের রাতভর সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পলিটেকনিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ও তীর নিক্ষেপ করলে বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের কোনো ধরনের অস্ত্র ব্যবহার না করতে হুঁশিয়ারি দেওয়া হয়। এ ছাড়া পুলিশের ওপর হামলা হলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হবে বলে সাবধান করা হয়।
চীন নিয়ন্ত্রিত আধা-স্বায়ত্তশাসিত হংকংয়ের বিভিন্ন স্থানে কয়েক মাস ধরে চলছে সরকারবিরোধী বিক্ষোভ ও সংঘাত। এর মধ্যে পলিটেকনিক ইউনিভার্সিটির সংঘাতকে অন্যতম ভয়াবহ বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
আন্দোলনকারীদের ওপর বাড়াবাড়ি রকম জোর প্রয়োগ করা হচ্ছে—এমন অভিযোগ তুলে পুলিশের ওপর হামলে পড়েছে বিক্ষোভকারীরা। অনেক দিন ধরেই পলিটেকনিক ইউনিভার্সিটি দখল করে রেখেছে বিক্ষোভকারীরা। গতকাল রোববার হংকংয়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এ সময় পুলিশের ছোড়া কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহারের জবাবে শিক্ষার্থীরা পেট্রল বোমা, ইট ও অন্যান্য অস্ত্র দিয়ে পুলিশকে নাকাল করে। রোববারের শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষে পায়ে তীর বিঁধে আহত হন এক পুলিশ কর্মকর্তা।
ক্যাম্পাস দখল করে রাখা বিক্ষোভকারীদের রোববার সন্ধ্যায় দ্রুত ক্যাম্পাস ত্যাগ করতে বলা হলেও পুলিশের নির্দেশ অগ্রাহ্য করে কয়েকশ বিক্ষোভকারী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে অবস্থান নেয়।
রাতভর পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষ বাধে। স্থানীয় সময় সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ক্যাম্পাসের দখল নেওয়ার জোর চেষ্টা চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়লে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আগুন লেগে যায়। এমন পরিস্থিতিতে কিছু বিক্ষোভকারী ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করলে পুলিশের কাঁদানে গ্যাসের মুখে পড়ে পিছু হটে যায়।
এর আগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিকটবর্তী এলাকায় পুলিশের গুলিবর্ষণের ঘটনা ঘটে। দ্রুতগতির একটি গাড়ি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ছুটে এলে তাতে গুলিবর্ষণ করে বলে দাবি করে পুলিশ।