হংকংয়ে করোনাভাইরাসে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু
হংকংয়ে নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আজ বুধবার প্রাণ হারিয়েছেন। এ নিয়ে চীন নিয়ন্ত্রিত এই আধা-স্বায়ত্তশাসিত শহরে করোনাভাইরাসে দুই ব্যক্তির মৃত্যু হলো। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
হংকংয়ের প্রিন্সেস মার্গারেট হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘আজ (বুধবার) সকালে এখানে নভেল করোনাভাইরাস আক্রান্ত ৭০ বছর বয়সী এক পুরুষ রোগী শারীরিক অবস্থার অবনতি হয়ে মারা গেছেন।’
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি গত ১২ ফেব্রুয়ারি তাঁর বাড়িতে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জ্বরে আক্রান্ত ওই ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
চীনে প্রাণঘাতী করোনাভাইরাসজনিত কোভিড-নাইনটিন রোগে মৃতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এবার তা দুই হাজার ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য কমিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ পর্যন্ত দুই হাজার চারজন এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ছাড়িয়েছে।
চীনে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জনের মৃত্যু হয়েছে এবং এক হাজার ৭৪৯ জন নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে নতুন করে যাঁরা মারা যাচ্ছেন এবং আক্রান্ত হচ্ছেন, তাঁদের বেশিরভাগই হুবেই প্রদেশের।