হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকন ব্যবহারের জন্য প্রস্তুত : রাশিয়া
হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র জিরকন এর পরীক্ষামূলক ব্যবহার সম্পন্ন হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-কে দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন। বিবিসির প্রতিবেদনে আজ বুধবার এ তথ্য জানানো হয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গত সপ্তাহে জানিয়েছিল, তারা ব্যারেন্টস সাগরে অবস্থানরত জাহাজের ওপর থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে ছোড়া হয়েছে। এই সাফল্যের খবরের সপ্তাহ খানেক পরই জিরকন এর কথা জানানো হলো।
ইউক্রেনে যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন প্রজন্মের অস্ত্রব্যবস্থার অংশ হিসেবে জিরকন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর ব্যবস্থা করলেন। এই জিরকন শব্দের চেয়েও ৯ গুণ বেশি গতিসম্পন্ন।
রাশিয়ার নর্দার্ন ফ্লিটের কমান্ডার আলেক্সান্দার মইসিয়িভ আজ বুধবার বলেছেন, ‘এ বছরের শেষ নাগাদ রাশিয়ার অ্যাডমিরাল গোলোভকো রণতরীতে সার্বক্ষণিক ব্যবহারের জন্য নেওয়া যাবে।’