হোয়াইট হাউস চিফ অব স্টাফের করোনা, ছিলেন ইলেকশন নাইট পার্টিতে
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হোয়াইট হাউসের সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন ও ব্লুমবার্গ।
মঙ্গলবার ভোটের দিন হোয়াইট হাউসে ট্রাম্পের দেওয়া ইলেকশন নাইট পার্টিতে উপস্থিত ছিলেন মার্ক মিডোস। সেদিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিবারের সদস্যদের নিকট সংস্পর্শে ছিলেন তিনি। এ ছাড়া গত সোমবার ও রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছিলেন তিনি।
মার্ক মিডোসের করোনায় আক্রান্তের পর হোয়াইট হাউসে নির্বাচনের ফল দেখতে আমন্ত্রিত অতিথিসহ অন্যদের মধ্যে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বলেও জানা গেছে।