১০টি মানবিক করিডরের বিষয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে : ইউক্রেন
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, আজ শনিবারের জন্য ১০টি মানবিক করিডরের ব্যবস্থায় ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে। এসব করিডরের মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোল থেকে ব্যক্তিগত পরিবহণের মাধ্যমে বের হওয়া যাবে। খবর বিবিসির।
বিবিসির সাংবাদিক টম বেইটম্যান সম্প্রতি মারিউপোল থেকে পালাতে পারা বেসামরিক লোকজনের সঙ্গে দেখা করেছেন। তাঁরা ওই শহরকে ‘কবরস্থান’ বলে বর্ণনা করেছেন।
মারিউপোল থেকে পালানো লোকজন সেখানকার যে বিষয়গুলোর কথা বলেছেন, তার মধ্যে রয়েছে—অগভীর কবরে মৃতদেহ, চেচেন যোদ্ধাদের লুটপাট এবং ক্ষুধার্ত বাসিন্দারা আশ্রয়কেন্দ্র থেকে বের হয়ে পানি খোঁজার সময় তাদের হত্যা করা হচ্ছে।