১০০ আরোহীসহ দোতলা ভবনে আছড়ে পড়ল বিমান, নিহত ১৪
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি জানায়, দেশটির সবচেয়ে বড় শহর আলমায়াতি থেকে ছেড়ে রাজধানী নুরসুলতানের উদ্দেশে উড্ডয়নের পরপরই স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ২২ মিনিটে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আগুন না ধরায় উড়োজাহাজটির বেশিরভাগ যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
আলমায়াতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিমানটি একটি দেয়ালে আঘাত লাগলে পরক্ষণে একটি দোতলা বাড়ির ছাদে গিয়ে পড়ে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
বেক এয়ারের ওই উড়োজাহাজটিতে ৯৫ যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।