১০ দিনে ইউক্রেন ছেড়েছে ১২ লাখ মানুষ : জাতিসংঘ
রাশিয়ার ‘সেনা অভিযানের’ পর ১০ দিনে এখন পর্যন্ত অন্তত ১২ লাখ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জাতিসংঘ বলছে, ১২ লাখ শরণার্থীর মধ্যে অর্ধেকই আশ্রয় নিয়েছে পোল্যান্ডে। এ ছাড়া দেড় লাখ মানুষ হাঙ্গেরিতে এবং বাকিরা ইউরোপের অন্যান্য দেশে পাড়ি দিয়েছে।
ইউএনএইচসিআর বলছে, ‘আরও অনেকে ইউক্রেনের অভ্যন্তরে এবং বাইরে সরে যাচ্ছে। তাদের সুরক্ষা ও সমর্থন প্রয়োজন। সংকট চলমান থাকায় অন্তত ৪০ লাখ মানুষ ইউক্রেন থেকে সরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
এর আগে ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকটে পড়েছিল ১৩ লাখ মানুষ। সে সময় যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ছাড়াও আফগানিস্তান, নাইজেরিয়া, পাকিস্তান, ইরাক, ইরিত্রিয়াসহ অন্যান্য দেশ থেকে বিপুল মানুষ ইউরোপে আশ্রয়ের জন্য আবেদন করেছিল। কিন্তু, ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের পর শরণার্থী সংকটে পড়া ভুক্তভোগীর সংখ্যা মাত্র ১০ দিনেই এর কাছাকাছি চলে এসেছে।
রাশিয়ার সেনা অভিযানের আগ পর্যন্ত ইউক্রেনে মোট জনসংখ্যা ছিল চার কোটি ৪০ লাখ।