১৪ দিনে সিরিয়ার ইদলিব থেকে বাস্তুচ্যুত প্রায় আড়াই লাখ মানুষ (ভিডিওসহ)
ঘরবাড়ি ফেলে পালাতে বাধ্য হয়েছেন সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব অঞ্চলের দুই লাখ ৩৫ হাজারেরও বেশি মানুষ। ওই অঞ্চলে সরকারি বাহিনীর অত্যাচার বেড়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘরছাড়া হয়েছেন এসব মানুষ। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই এলাকা থেকে গত ১২ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে বাস্তুহারা হয়েছেন এসব মানুষ।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিদ্রোহীদের অধিকৃত সর্বশেষ বড় অঞ্চল এই ইদলিব। চলতি বছরের নভেম্বর থেকে ইদলিবে ব্যাপক বোমা বর্ষণ করে আসছে রাশিয়ার মদদপুষ্ট সিরীয় সরকার।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের মাঝামাঝি সময় থেকে ইদলিবে বোমারু বিমানের হামলা ও স্থলভূমিতে হামলা বেড়ে যাওয়ায় বেড়েছে ঘরছাড়া বেসামরিক নাগরিকদের সংখ্যাও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চলতি সপ্তাহে সিরিয়ায় অবস্থানরত দাতব্য সহায়তা সংস্থাগুলোসহ সেখানকার স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা জানিয়েছিলেন, সিরিয়া সরকার এবং দেশটির উত্তরাঞ্চলে এই সরকারের রুশ মিত্র বাহিনীর সামরিক অভিযানে ১০ দিনেরও কম সময়ের মধ্যে বহুসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছিল।
দাতব্য সংস্থা ‘হোয়াইট হেলমেটস’ প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা গেছে, হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে যাচ্ছেন।