১৫ বছর পর ফিলিস্তিনে জাতীয় নির্বাচনের ঘোষণা
দীর্ঘদিনের অন্তর্দ্বন্দ্বের অবসান ঘটানোর লক্ষ্যে ফিলিস্তিনে ১৫ বছর পর পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে গতকাল শুক্রবার একটি ডিক্রি জারি করে জানানো হয়েছে, পার্লামেন্ট নির্বাচন হবে আগামী ২২ মে। এরপর প্রেসিডেনশিয়াল ভোট ৩১ জুলাই। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এসব তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনে সর্বশেষ সংসদীয় নির্বাচন হয় ২০০৬ সালে। সবাইকে অবাক করে হামাস সেই নির্বাচনে জিতে যায়। তবে ফাতাহর সঙ্গে ক্ষমতার দ্বন্দ্বে কেন্দ্রীয়ভাবে সরকার গঠন করতে না পেরে গাজা নিয়ন্ত্রণ নেয় ফিলিস্তিনি মুক্তি আন্দোলনের দল ফাতাহ।
আগাম জরিপ বলছে, ভোটে হামাস ও ফাতাহ মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। গত ডিসেম্বরে প্যালেস্টিনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ জানায়, পার্লামেন্ট নির্বাচনে ৩৮ শতাংশ ভোট ফাতাহ পেতে পারে আর ৩৪ শতাংশ ভোট হামাসের দখলে যেতে পারে।
প্রেসিডেনশিয়াল ভোটে হামাসের ইসমাইল হানিয়াহ ৫০ শতাংশ ভোট পেতে পারেন আর ফাতাহ নেতা মাহমুদ আব্বাস ৪৩ শতাংশ ভোট পেতে পারেন। হামাস এবার পরিবর্তন ও সংস্কারের কথা বলে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে থাকবে বলে ধারণা করা হচ্ছে।