১৬ যাত্রী ও ২ ক্রু নিয়ে বাড়িতে আছড়ে পড়ল বিমান
আফ্রিকার মধ্যাঞ্চলীয় দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে অন্তত ১৬ জন যাত্রী ও দুজন ক্রু নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরের কয়েকটি বাড়ির ওপর বিমানটি আছড়ে পড়ে।
নর্থ কিভুর আঞ্চলিক গভর্নর নাজানজু কাসিভিটা কার্লি বিমান দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর তথ্য জানালেও হতাহতের মোট সংখ্যা জানাতে পারেননি। তিনি আরো জানান, শহরের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পরই নিখোঁজ হওয়া বিমানটি পাশের মাপেন্দোর কয়েকটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়।
‘বিজি বি’ নামের একটি কোম্পানি ডোরিনিয়ার-২২৮ বিমানটি দিয়ে ফ্লাইট পরিচালনা করত।
বিমানটি গোমা থেকে ৩৫০ কিলোমিটার দূরত্বের বেনীতে যাওয়ার কথা ছিল কিন্তু উড্ডয়নের মিনিট খানেকের মধ্যেই বিধ্বস্ত হয় এটি।
নিরাপত্তার মান ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে কঙ্গোতে বিমান দুর্ঘটনা তুলনামূলকভাবে ঘন ঘন ঘটে। দেশটির সব বাণিজ্যিক ফ্লাইটকে ইউরোপীয় ইউনিয়নে পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে।