২০১৪ সালে ইউক্রেনকে সহযোগিতা না করা ভুল ছিল : বরিস জনসন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ২০১৪ সালে রাশিয়া যখন ইউক্রেনের ক্রিমিয়া দখল করে নেয়, তখন ইউক্রেনকে সহযোগিতা না করে ভুল করেছে পশ্চিমা বিশ্ব। রাশিয়া সেসময় ক্রিমিয়া নিজেদের করায়ত্বে নিয়ে নেয়। বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের পার্লামেন্টে বক্তৃতাকালে আজ মঙ্গলবার বরিস জনসন বলেন, ‘আমরা আপনাদের সত্যিকারের বন্ধু, ২০১৪ সালে যা ঘটেছিল তার জন্য আমাদের অবনত হওয়া উচিত। কারণ, ইউক্রেনে আগ্রাসন চালানো হয়েছিল প্রথমবারের মতো। ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পর দোনবাসে যুদ্ধ শুরু হয়েছে।’
বরিস জনসন বলেন, ‘সত্যিটা হচ্ছে, সেসময় সেখানে (ক্রিমিয়ায়) কী ঘটছিল তা জানাবোঝার ক্ষেত্রে আমরা খুব ধীরগতিতে আগাচ্ছিলাম। ভ্লাদিমির পুতিনের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করা দরকার ছিল, তা না করে সেসময় আমরা ব্যর্থ হয়েছিলাম। একই ভুল আমরা আবারও করতে পারি না।’
এদিন ইউক্রেনকে ৩৭৫ মিলিয়ন মার্কিন ডলারের বাড়তি অস্ত্র সহায়তার প্রতিশ্রুতি দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, ‘আপনাদের উদ্দেশে আমার একটি বার্তা রয়েছে, আর তা হলো আপনারা বিজয়ী হবেন।’