৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখে ইউরোপ
ভয়াবহ খরার মুখে ইউরোপ। মহাদেশটির দুই-তৃতীয়াংশজুড়ে এ নিয়ে জারি করা হয়েছে সতর্কাবস্থা। অন্তত ৫০০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অবস্থা বলে দাবি করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি সংস্থা। সংস্থাটি বলছে, খরায় অভ্যন্তরীণ শিপিং ব্যবস্থাপনা কমেছে, বিদ্যুৎ উৎপাদন এবং নির্দিষ্ট ফসলের ফলন হ্রাস পেয়েছে।
ইউরোপীয় কমিশনের তত্ত্বাবধানে ইউরোপীয় খরা পর্যবেক্ষণ কেন্দ্রের (ইডিও) তার আগস্টের প্রতিবেদনে বলেছে, মাটির আর্দ্রতা শুকিয়ে যাওয়ায় ইউরোপের ৪৭ শতাংশ সতর্কতামূলক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। গাছপালা ক্ষতিগ্রস্ত হওয়ায় ১৭ শতাংশ এলাকা সতর্ক অবস্থায় রয়েছে।
‘বছরের শুরু থেকে ইউরোপের অনেক অঞ্চলে তীব্র খরা আগস্টের শুরুতে আরও বেড়েছে এবং তা আরও খারাপের দিকে যাচ্ছে’ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘পশ্চিম ইউরোপ-ভূমধ্যসাগরীয় অঞ্চল স্বাভাবিক অবস্থার চেয়ে বেশি উষ্ণ এবং শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।’
ইউরোপের বেশিরভাগ অংশ এই গ্রীষ্মে কয়েক সপ্তাহ ধরে অত্যাধিক তাপমাত্রার মুখোমুখি হয়েছে, যা খরাকে আরও বাড়িয়ে দিয়েছে। এবিষয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
কমিশন মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, বর্তমান খরা কমপক্ষে ৫০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে হয়েছে। মৌসুমের শেষে চূড়ান্ত তথ্যের প্রাথমিক মূল্যায়ন এটা নিশ্চিত করেছে।