৫০ দিন লড়াই চালিয়ে যাওয়া ইউক্রেনীয়দের অর্জন : জেলেনস্কি
রুশ সেনাদের বিরুদ্ধে ৫০ দিন লড়াই চালিয়ে যাওয়াকে অর্জন হিসেবে উল্লেখ করে ইউক্রেনীয়দের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। নিয়মিত বার্তায় স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাতে এ বিষয়ে কথা বলেন তিনি।
সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
জেলেনস্কি বলেছেন, ‘তারা (রুশ বাহিনী) জানতো না যে ইউক্রেনীয়রা কতটা সাহসী। তারা জানতো না, আমরা স্বাধীনতাকে এবং যেভাবে বাঁচতে চাই সেভাবে বাঁচতে চাওয়াকে কতোটা মূল্য দেই।’
জেলেনস্কি আরও বলেন, ‘রুশ বাহিনীর বিরুদ্ধে ৫০ দিন লড়াই করা লাখো ইউক্রেনীয়দের জন্য একটি অর্জন।’
এদিকে, রুশ যুদ্ধজাহাজ মস্কভা ডুবে গেছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়টির দাবি, কৃষ্ণসাগরে রুশ নৌবাহিনীর বহরের নেতৃত্বে থাকা যুদ্ধজাহাজটি ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে ডুবে গেছে। অন্যদিকে ইউক্রেন বলছে, ওই যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল।
প্রতিবেদনে বলা হয়, রুশ সামরিক বাহিনীর শক্তির প্রতীক হিসেবে ধরা হয় ৫১০-ক্রু-এর মিসাইল ক্রুজার মস্কভাকে। ইউক্রেনে হামলায় রুশ নৌবাহিনীর নেতৃত্ব দিচ্ছিল এ যুদ্ধজাহাজটি।
ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ওই জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল। তবে মস্কোর পক্ষ থেকে হামলার ব্যাপারে কোনো তথ্য জানানো হয়নি। তারা বলছে, আগুন লাগার পর ঝড়ো আবহাওয়ায় জাহাজটি ডুবে যায়।