৬ লাখ অকেজো চায়না মাস্ক ফেরত দিচ্ছে নেদারল্যান্ডস
চড়ামূল্যে কেনা ছয় লাখ এন৯৫ মাস্কের ফিল্টার ঠিকঠাক কাজ করছে না। ব্যবহারকারীদের মুখের সঙ্গেও জুতসই হচ্ছে না এসব মাস্ক। এসব কারণে চীন থেকে নেওয়া সব মাস্ক ফেরত পাঠাচ্ছে নেদারল্যান্ডস।
ইউরোপে এফএফপি২ ও চীনে কেএন৯৫ হিসেবে পরিচিত এই এন৯৫ মাস্কগুলো স্বাস্থ্য খাতের কর্মীদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিল্টারের সাহায্যে বাতাসের প্রায় ৯০ শতাংশ কণাকে নিশ্বাসে প্রবেশ করা থেকে আটকাতে পারে এই মাস্ক।
ডাচ সরকারের স্বাস্থ্য, সেবা ও ক্রীড়া মন্ত্রণালয় বলছে, মাস্কগুলো মুখে ফিট হয় না এবং এর ফিল্টারগুলোও ঠিকঠাক কাজ করছে না। নেদারল্যান্ডসের রাষ্ট্রীয় টেলিভিশন এনওএসের বরাত দিয়ে এমন খবর দিয়েছে হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট।
করোনাভাইরাস থেকে সুরক্ষার চীনা মেডিকেল পণ্যে ইউরোপে ত্রুটি ধরা পড়ার ঘটনা এই প্রথম নয়। গত সপ্তাহে চেক রিপাবলিক ও স্পেন জানায়, চীনা কোম্পানির সরবরাহকৃত করোনাভাইরাস শনাক্তকরণ কিটেও সমস্যা দেখা দিয়েছে।
করোনার শক্ত থাবার আঘাতের ভয়াবহতার দিক দিয়ে ইতালি, স্পেন ও যুক্তরাজ্যের পরই রয়েছে নেদারল্যান্ডস। দেশটিতে এ পর্যন্ত ৬৩৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৬২ জন। এঁদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছেন এক হাজারের বেশি করোনা রোগী।