৯৮ বছর বয়সে ভর্তি হলেন প্রাথমিক বিদ্যালয়ে!
যে বয়সে মানুষ নাতি-নাতনি কিংবা তাদের সন্তানদের স্কুলে পড়তে যেতে দেখার কথা, আর সেই বয়সে নিজেই স্কুলে যেতে শুরু করেছেন কেনিয়ার বৃদ্ধা প্রিসিলা সিটিয়েনি।
গত শুক্রবার ৯৯ বছরে পা দিয়েছেন তিনি। কিন্তু শিক্ষার প্রতি অগাধ আগ্রহ তাঁকে নিয়ে গেছে স্কুলে। এখন তিনি দেশটির প্রত্যন্ত এক গ্রামে পাথর দিয়ে তৈরি ক্লাসরুমে ছোট ছোট শিশুর সঙ্গে ক্লাস করেন। শুধু তাই নয়, নিয়ম মানতে স্কুল ড্রেসও পরেন তিনি। খবর রয়টার্সের।
প্রিসিলা বলেন, ‘এই বয়সে এসে স্কুলে ফিরে যাওয়ার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের প্রতি পাঠ অনুরাগের উদাহরণ রেখে যেতে চাই।’
একই সঙ্গে এর মাধ্যমে একটি নতুন ক্যারিয়ারও বেছে নিতে চান প্রিসিলা সিটিয়েনি। রয়টার্সকে তিনি বলেন, ‘পড়াশোনা করে চিকিৎসক হতে চাই আমি।’
পূর্ব আফ্রিকার এই দেশটির সরকার ২০০৩ সালে প্রাথমিক বিদ্যালয়ের খরচে ভর্তুকি দেওয়া শুরু করে। সমাজের বয়স্ক সদস্য, যারা ছোট বেলায় শিক্ষা থেকে বঞ্চিত হয়েছিলেন, তাঁরা যেন তাঁদের স্বপ্ন পুনরুজ্জীবিত করতে পারেন সেই জন্য সরকার এই উদ্যোগ নেয়।