ভারতের পথ ধরে পাকিস্তানেও নোট বাতিল!
কালো টাকা ঠেকাতে ভারতের পথেই হাঁটছে পাকিস্তান। বাজার থেকে পাঁচ হাজার রুপির নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
গতকাল সোমবার পাঁচ হাজার রুপির নোট নিষিদ্ধ করার প্রস্তাব পাস করে পাকিস্তানের সিনেট। দ্য ডন ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, পাকিস্তান মুসলিম লিগের সিনেটর উসমান সাইফ উল্লাহ খান বিষয়টি প্রস্তাব করেন। পরে সর্বসম্মতভাবে তা পাস হয়।
প্রস্তাবে বলা হয়, পাঁচ হাজার রুপির নোট রহিত করলে মানুষ ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারে উৎসাহিত হবে এবং অপ্রকাশ্য লেনদেন বন্ধ হবে।
তবে পাকিস্তানের আইনমন্ত্রী জাহিদ হামিদ জানান, পাঁচ হাজার রুপি নোটের ওপর নিষেধাজ্ঞা বাজারে ও মানুষের ওপর সংকট নিয়ে আসতে পারে। তিনি আরো জানান, বাজারে তিন ট্রিলিয়নেরও বেশি নোট আছে। এরমধ্যে পাঁচ হাজার রুপির নোট এক ট্রিলিয়নের ওপর।
গত ৮ নভেম্বর ভারতে কালো টাকা রোধে ৫০০ ও ১০০০ রুপির নোট নিষিদ্ধ করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে বাতিল নোট ফেরত দিতে ৫০ দিন সময় বেঁধে দিয়েছেন নরেন্দ্র মোদি।
এ উদ্যোগে ভারতকে অনুসরণকারী তৃতীয় দেশ হচ্ছে পাকিস্তান। ভারতের পর একই কাজ করেছে অস্ট্রেলিয়া ও ভেনিজুয়েলা।