বার্লিন হামলাকারীকে ধরিয়ে দিলে লক্ষাধিক ডলার পুরস্কার
জার্মানির বার্লিনে হামলার সন্দেহভাজন এক তিউনিসীয় অভিবাসনপ্রত্যাশীকে ধরিয়ে দিতে এক লাখ ইউরো (এক লাখ চার হাজার ডলার) পুরস্কার ঘোষণা করেছে দেশটির সরকার।
জার্মান পুলিশের বরাত দিয়ে সিএনএন জানায়, বার্লিনের বড়দিনের বাজারে হামলাকারী হিসেবে আনিস আমরি নামের ২৪ বছর বয়সী এক তিউনিসীয় অভিবাসনপ্রত্যাশীকে সন্দেহ করছে দেশটির পুলিশ। তিউনিসিয়ার তাতানিয়া শহরে জন্ম নেওয়া ওই অভিবাসনপ্রত্যাশী এক বছর দুই মাস আগে বৈধভাবেই জার্মানিতে ঢুকেছিল। এর আগে সে তিন বছর ইতালির শরণার্থী কেন্দ্রে ছিল বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশটির পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ৫ ফুট ১০ ইঞ্চি লম্বা সন্দেহভাজন অভিবাসনপ্রত্যাশী মুসলিম যুবক ‘সহিংস ও সশস্ত্র’ এবং তার সঙ্গে ইসলামী মৌলবাদী দলগুলোর যোগাযোগ ছিল।
এ ছাড়া আনিস আমরি নজরদারিতে ছিল বলেও জানিয়েছে দেশটির পুলিশ। এর আগে সে একবার লরি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।
গত সোমবার বার্লিনের পশ্চিমে ফুটপাতের বাজার কারফুয়েরস্পেনড্যামের কাছে ব্রেইটসশিডপ্লেৎজ বাজারে ট্রাক উঠিয়ে দিয়ে এ হামলা চালানো হয়। স্থানীয় সময় সন্ধ্যায় লোহার বিমবোঝাই ট্রাকটি বাজারে ঢুকে পড়ে এবং কাঠের তৈরি দোকানগুলো ভেঙে ফেলে। এ হামলায় ১২ জন নিহত ও ৪৮ জন আহত হন।
ওই হামলার পরপরই এক পাকিস্তানি লরিচালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ছাড়া হামলাকারীর খোঁজে বার্লিন বিমানবন্দরের কাছে একটি শরণার্থী শিবিরে অভিযান চালায় পুলিশ।