মাতাল প্রেমিককে কুপিয়ে হত্যা, নারীর কারাদণ্ড ও নির্বাসন
মাতাল প্রেমিককে কুপিয়ে হত্যার অপরাধ প্রমাণিত হওয়ার পর সংযুক্ত দুবাইয়ে এক রাশিয়ান নারীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুবাইয়ের একটি আদালত ওই নারীকে কারাদণ্ডের পাশাপাশি নির্বাসনের আদেশও দেন।
এ ছাড়া আদালত ওই নারীকে বিয়ে ছাড়া যৌনকর্ম এবং লাইসেন্স ছাড়া মদপানের অভিযোগেও অভিযুক্ত করেন।
দুবাইয়ের আদালত রাশিয়ার ওই নারী ব্যবসায়ীকে জেল ও নির্বাসনের শাস্তি ছাড়াও ক্ষতিগ্রস্তের পরিবারকে এক লাখ দিরহাম ক্ষতিপূরণের আদেশ দেন।
আদালত সূত্রের বরাত দিয়ে খালিজ টাইমস জানায়, ৩৪ বছরের ওই নারী দুবাইয়ে একটি ব্যবসা পরিচালনা করেন। ২০১৪ সালের ১৬ আগস্ট স্থানীয় একটি হোটেলে তিনি তাঁর ঘুমন্ত ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা করেন। ওই ঘটনার আগে তাঁরা দুজনেই মাতাল ছিলেন বলে তদন্ত প্রতিবেদনে জানা যায়। সে কথা স্বীকার করেছেন ওই নারী নিজেও। তবে রাশিয়ার ওই নারী নিজ হাতে হত্যার কথা অস্বীকার করে জানান, ঘুম থেকে ওঠার পর তিনি প্রেমিকের রক্তাক্ত মৃতদেহ দেখে হতবাক হয়ে যান।
এদিকে, ওই হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, অভিযুক্ত রাশিয়ান নারী তাঁর ফিলিস্তিনি বংশোদ্ভূত প্রেমিকের ওপর অসন্তুষ্ট ছিলেন। কারণ, হত্যাকাণ্ডের ঘটনার পরপরই ওই নারী তাঁর প্রেমিককে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেন। ২০১৪ সালে তিনি অভিযোগ করেছিলেন, হত্যাকাণ্ডের শিকার ওই ফিলিস্তিনি তাঁর কাছ থেকে নানা অনৈতিক সুবিধা নিয়েছে। একপর্যায়ে ওই নারী অভিযোগ করেছিলেন, তিনি ওই ব্যক্তিকে বিয়ে করে সন্তান নিতে চেয়েছিলেন। কিন্তু ওই ব্যক্তি তাঁকে ক্রমাগত ফাঁকি দিয়ে আসছিল।