অভিবাসী সংকটের দায় অস্বীকার মিয়ানমারের
এশিয়ায় অভিবাসী সংকটের মূলে মিয়ানমার বলে দাবি করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলোর জোট আসিয়ান। তবে এমন দাবির প্রতিবাদ জানিয়েছে মিয়ানমার।
আজ শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আসিয়ানের একটি সম্মেলন চলছে। এবারের সম্মেলনে অন্যতম আলোচ্য বিষয় দক্ষিণ-পূর্ব এশিয়ায় অভিবাসী সংকট। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের প্রতিনিধিও আছে।
সম্মেলন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী হিটিন লিন আসিয়ানের নেতাদের উদ্দেশে বলেন, অভিবাসী নিয়ে সৃষ্ট সমস্যার জন্য শুধু তাঁর দেশকে দায়ী করা ঠিক যায় না। তিনি আরো বলেন, তাঁর দেশ মানবপাচারকারীদের বিরুদ্ধে অভিযানে সহায়তা করবে।
সম্মেলনের বক্তব্যে থাইল্যান্ডের পরাষ্ট্রমন্ত্রী থানাসাক পাতিমাপ্রাকর্ন বলেন, নির্দিষ্টভাবে কাউকে দায়ী করায় কোনো সমাধান হবে না। অভিবাসী নিয়ে বর্তমান পরিস্থিতি আশঙ্কাজনক। মিয়ানমার ও বাংলাদেশকে উদ্দেশ করে তিনি বলেন, অভিবাসীদের দেশ ছাড়ার কারণ নিয়ে আলোচনা করতে হবে।
যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী অ্যান রিচার্ড আসিয়ান সম্মেলনের বক্তৃতায় সাগরে থাকা অভিবাসীদের জীবন বাঁচাতে সবাইকে আহ্বান জানান।
হাজারো মানুষ বাংলাদেশ ও মিয়ানমার থেকে নৌকায় সাগর পাড়ি দিয়ে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় গেছে। জাতিসংঘের তথ্যমতে, আড়াই হাজারের বেশি মানুষ এখনো সাগরে ভাসছে।
বাংলাদেশে থেকে অভিবাসী হওয়ার মূল কারণ দারিদ্র্য। আর রাষ্ট্রীয় সব ধরনের সুযোগবঞ্চিত মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানরা জীবন বাঁচাতে সাগরে পাড়ি যাচ্ছে।