যেকোনো মুহূর্তে ক্ষেপণাস্ত্র পরীক্ষা
সর্বোচ্চ নেতা কিম জং-উনের বাছাই করা স্থান থেকে যেকোনো মুহূর্তে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া।
স্থানীয় সময় রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর খবরে এ তথ্য জানানো হয়েছে।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে কেসিএনএর খবরে বলা হয়, ‘ডিপিআরকের (ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া বা গণতান্ত্রিক কোরিয়া প্রজাতন্ত্র) সর্বোচ্চ দপ্তরের নির্দেশে যেকোনো সময় যেকোনো স্থান থেকে আইসিবিএম উৎক্ষেপণ করা হবে।’
এর আগে ১ জানুয়ারি কিম জং-উন বলেছিলেন, তাঁর পরমাণু ক্ষমতাধর দেশ আইসিবিএম পরীক্ষার দ্বারপ্রান্তে।
রোববার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বলেন, উত্তর কোরিয়ার পরমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি যুক্তরাষ্ট্রের জন্য ‘মারাত্মক হুমকিস্বরূপ’।
টেলিভিশন নেটওয়ার্ক এনবিসির মিট দ্য প্রেসে কার্টার বলেন, যুক্তরাষ্ট্রের ভূখণ্ড কিংবা মিত্র ও সহযোগী দেশগুলোর দিকে ধাবিত হলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষা ব্যর্থ করে দেওয়া হবে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, গত বছর নজিরবিহীন পরীক্ষা চালানোর পর পরমাণু ও ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ‘গুণগত’ মানোন্নয়নের ইঙ্গিত দিচ্ছে উত্তর কোরিয়া।