দখল নিয়ে ব্রিটেনে বাংলাদেশিদের মারামারি, গ্রেপ্তার ১৩
ব্রিটেনের লিডসে বাংলাদেশি কমিউনিটি সেন্টারের দখল নিতে প্রবাসী বাংলাদেশিদের দুটি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় আহত হয়েছেন ছয়জন। পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।
লিডসের বাংলাদেশি কমিউনিটি সেন্টারটি প্রবাসী বাংলাদেশিরা পরিচালনা করেন। এর সদস্যসংখ্যা ৮০২ জন। গত শনিবার লিডসের ওই সেন্টারের হলরুমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলাকালে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এর পর রোববার এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাখো মানুষ সেই ভিডিও ফুটেজটি দেখেছে। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক টেলিগ্রাফ অনলাইন সংস্করণে এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ফুটেজটিতে দেখা যায়, দুদল বাঙালি সভা চলাকালে একে অপরের দিকে চেয়ার নিয়ে তেড়ে যায়, ছুড়ে মারে। এক পক্ষ অন্য পক্ষের ওপর লাঠি দিয়ে আঘাত করে। এ সময় একজনের মাথা ফেটে যায়। হলরুমজুড়ে ভাঙা চেয়ার পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ ঘট্নাস্থলেই ছিল। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও বাঙালিরা নিবৃত্ত হচ্ছিল না। পুলিশকে তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ হিমশিম খেতে দেখা যায় ওই ভিডিও ফুটেজে। অবশ্য এর মধ্যেই কাউকে কাউকে ঘটনার ভিডিও করতেও দেখা গেছে।
লিডস সিটি কাউন্সিলের হেয়ারহিলসা এলাকার প্রতিনিধি আরিফ হোসাইন সে সভায় উপস্থিত ছিলেন। তিনি ঘটনার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি খুবই মর্মাহত। এটা মেনে নেওয়া যায় না। কারা এই কমিউনিটি সেন্টারের নেতৃত্ব দেবেন, এ নিয়ে দুদল সংঘর্ষে জড়িয়ে পড়ে। দীর্ঘক্ষণ ধরে এটা চলে আসছে। এক দল বলছে, কমিউনিটি তাদের সঙ্গে আছে। আরেক দল বলছে, তারা এটা চালাতে চাইছে।’
আরিফ হোসাইন বলেন, ‘এটা কমিউনিটির জন্য ভালো নয়। এটা এ এলাকার জন্যও ভালো নয়। এ শহরের জন্য এটা ভালো কিছু নয়।’
পশ্চিম ইয়র্কশায়ার পুলিশের মুখপাত্র বলেছেন, ‘পুলিশের উপস্থিতিতেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত সন্দেহে ১৩ জনকে গ্রেপ্তার করেছে।’
লিডস জেলা পুলিশের প্রধান পরিদর্শক নিক অ্যাডামস জানান, আহত ছয়জন আশঙ্কামুক্ত।