অবিশ্বাস্য হাল্ক বাস্তবে!
হাল্ক। চলচ্চিত্রের এক অবিশ্বাস্য চরিত্র। কিন্তু বাস্তবেও সেই রকমই এক চরিত্রের দেখা মিলেছে! খালি হাতে শুধু একটি দড়ির সাহায্যে চলন্ত ট্রাক্টর বা প্রাইভেটকারকে নিজের দিকে টেনে আনতে পারেন তিনি। ইঞ্জিনের শক্তি প্রয়োগ করেও নিজেদের পছন্দের দিকে তখন চলতে পারে না এসব বাহন।
অবিশ্বাস্য শোনালেও এ সবই সত্যি। সম্প্রতি প্রকাশিত এক ভিডিওচিত্রে এমনটাই দেখা গেছে।
পাকিস্তানের ২৫ বছর বয়সী যুবক আরবাব খিজির হায়াত। বিশালাকায় এই যুবকের ওজন ৯৬০ পাউন্ড। উল্টো দিকে চলমান ট্রাক্টরকে নিজের কাছে টেনে আনা এই যুবককে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ।
ডেইল মেইল জানিয়েছে, সব সময়ই ভারোত্তোলন চ্যাম্পিয়ন হতে চেয়েছিলেন আরবাব। নিজের এই স্বাস্থ্য ও শক্তির জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেন তিনি। বিশ্বের ভারোত্তোলন প্রতিযোগিতায় প্রবেশের আগে এসব কর্মকাণ্ড করে নিজেকে শানিয়ে নিচ্ছেন বলে মনে করেন আরবাব।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী এই যুবক কী খান জানতে চান? চলুন দেখে নিই তাঁর রোজকার খাবারের কিছু নমুনা।
প্রতিদিন অন্তত ১০ হাজার ক্যালরি খাবার গ্রহণ করেন আরবাব। সকালের নাশতায় খান ৩৬টি ডিম! দিনে খান সাত পাউন্ড মাংস, পাঁচ লিটার দুধসহ অন্য খাবার।
আরবাবের উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি। নিজের এই বিপুল ওজনের জন্য কোনো শারীরিক সমস্যায় ভোগেন না বলেও দাবি করলেন তিনি। আরবাব বলেন, ‘শরীরের ওজন সংক্রান্ত কোনো জটিলতা নেই আমার। আর যেহেতু আমি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ হতে চাই তাই এটা ধরে রাখতে হবে।’
পাকিস্তানের মারদান শহরের বাসিন্দা আরবাব আরো জানালেন, কৈশোর থেকেই ওজন বাড়তে শুরু করে তাঁর। সেই সময়ই ভারোত্তোলক হিসেবে ক্যারিয়ার গড়ার ইচ্ছে জাগে তাঁর। আর সে কারণে ওজন আর নিয়ন্ত্রণ করেননি তিনি।
আরবাবের দাবি একটি প্রতিযোগিতায় জাপানি পেশাদার ভারোত্তোলকের চাইতে ১০ হাজার পাউন্ড বেশি ওজন তুলেছেন তিনি।