রেস্তোরাঁয় পরোটা ভাজতে ভাজতে আন্তর্জাতিক ক্রিকেটে
১৯ বছর বয়সী হানান খান। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের বাসিন্দা তিনি। করাচি শহরের একটি রেস্তোরাঁয় ভাজতেন পরোটা।
পরোটা ভাজার পাশাপাশি ক্রিকেটেও বেশ হাত পাকান হানান। তাই পাকিস্তান ক্রিকেট একাডেমির পক্ষ থেকে সরাসরি ডাক পেলেন ক্রিকেট খেলার।
পাকিস্তানের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘ডন’ জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তান ও মালয়েশিয়ার মধ্যে একটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেই পাকিস্তানের পক্ষে খেলবেন হানান।
আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অংশগ্রহণের সুযোগে উচ্ছ্বসিত হানান বলেন, ‘আমি এই সুযোগ পেয়ে খুবই খুশি। যখন লাহোর থেকে প্রথম টেলিফোন কলটা আসে, আমি ক্রিকেট খেলছিলাম। পরে আমি ফিরতি একটা কল করি। তখন আমাকে নির্বাচনের ব্যাপারে জানানো হয়।’ তিনি বলেন, ‘আমি নিশ্চিত ছিলাম না আসল ফোনকল ছিল কি না, তাই আবার কল করে বিষয়টা নিশ্চিত হই।’
পরোটাওয়ালা থেকে ক্রিকেটার বনে যাওয়া তরুণ বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডসহ (পিসিবি) যাঁরা আমাকে সমর্থন জানিয়েছিলেন, তাঁদের সবার কাছে আমি কৃতজ্ঞ। বেলুচিস্তানের ক্রিকেটে নতুন মুখদের সুযোগ দেওয়ার ক্ষেত্রে পিসিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।’
হানান জানান, বেলুচিস্তানে ক্রিকেট তেমন খেলা হয় না। তবু নির্বাচকরা সেখানে গিয়ে নতুনদের খেলা দেখেছেন এবং বেছে নিয়েছেন।