আগুন দিয়ে চুল কাটা!
চুল কাটানোর জন্য ভালো সেলুনের খোঁজ করেন না এমন মানুষের দেখা পাওয়া ভার। কিন্তু তাই বলে কি কেউ জেনেশুনে এমন সেলুনে যাবেন, যেখানে আগুন দিয়ে চুল কাটানো হয়?
উত্তর হয়তো দেবেন, ‘না’। কিন্তু বাস্তবে এমনই এক বিশেষ সেলুনের দেখা মিলেছে পাকিস্তানে।
আজ সকালে পাকিস্তানের ওমর আর কোরাইশি নামের এক সাংবাদিক তাঁর টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ওই সেলুনের কর্মী তাঁর গ্রাহকদের চুল কাটার ক্ষেত্রে আগুন ব্যবহার করছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, চুল কাটাতে বসা ব্যক্তির মাথায় ওই কর্মী প্রথমে লিকুইড এবং একধরনের পাউডার ছিটিয়ে দিচ্ছেন। এরপর লাইটার দিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। প্রায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে তিনি দুই হাতে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে শুরু করছেন।
চুল কাটার এমন অভিনব পদ্ধতির ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
কোরাইশি ভিডিওটি আপলোড করার পর লিখেছেন, ‘আমরা মজা করছি না। আপনি এতে প্রকৃত অগ্নিশিখা দেখতে পাবেন।’
নিজের টুইটের বিপরীতে এক মন্তব্যকারীর উত্তরে কোরাইশি বলেছেন, ‘আমার মনে হয় ওই ব্যক্তির চুল সোজা করার জন্য এ পদ্ধতি কাজে লাগানো হয়েছে।’
১ মিনিট ৫১ সেকেন্ডের ওই ভিডিওটি আপলোড করার পর সতর্ক বার্তা হিসেবে লেখা হয়েছে, ‘প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম।’
চুল কাটার এই অভিনব ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে ১৩ ঘণ্টা আগ পর্যন্ত ৫৭০ জন শেয়ার করেছেন। ইউটিউবে ভিডিওটি এ পর্যন্ত চার হাজার ৬৭৯ বার দেখা হয়েছে।